Best Xiaomi Mobile Phone 2021- Xiaomi কি তাহলে সত্যিই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে?
The Best Mobile Phone In 2021 Allrounder Performance
Xiaomi কি তাহলে সত্যিই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে?? Xiaomi এর ভাষ্যমতে MIUI 13 এ তারা সব ধরণের lag, bug, ad remove করে clean android experience দিতে অঙ্গীকারবদ্ধ তাদের গ্রাহকদের কাছে। এমনটাই হয়তো হতে চলেছে। কারণ MIUI 12.5.7 ENHANCE edition update দেখে এটাই মনে হচ্ছে। Poco X3 pro (8/256) international global variant এ update টা দেওয়ার পর কেনো জানি মনে হচ্ছে শাওমির সোনালী অতীত হয়তো ফিরে আসবে অচিরেই। Phone এর performance, battery back up, charging speed - সবকিছুই যেনো অসাধারণ হয়ে উঠেছে। এতো দ্রুত চার্জিং হচ্ছে যেনো মনে হয় ৩৩ ওয়াট না বরং ৬৫ ওয়াটের চার্জার দিয়ে চার্জ হচ্ছে। আর Gyro EIS এর কথা বিশেষ করে বলতে হয় - এতো সুন্দর কাজ করছে যা বলার বাইরে, even motorcycle থেকেও ভিডিও করে দেখা হয়েছে - এর performance এক কথায় best. নিজেই অবাক ফোনের performance দেখে। তবে কি শাওমির সোনালী অতীত ফিরিয়ে আনবে MIUI 13?? আবারও মানুষের প্রশংসায় ভাসবে ২০১৮ সালের মতো?? তার উত্তর হয়তো পাওয়া যাবে এ বছরের শেষ নাগাদ।
- Xiaomi Mi 11. Xiaomi's 2021 flagship. ...
- Xiaomi Poco X3 NFC. An incredible budget phone. ...
- Xiaomi Redmi Note 10 Pro. The best Redmi phone. ...
- Xiaomi 11T Pro. A mid-range take on the Xiaomi Mi 11. ...
- Xiaomi Poco F3. A solid display. ...
- Xiaomi Mi 10T Pro. ...
- Xiaomi Mi 11 Ultra. ...
- Xiaomi Black Shark 3.







Comments