যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।

 

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।




যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন। প্রথম হলো যদি আপনি বোট দিয়ে মাছ শিকার করতে সমুদ্রের কিছু দূরে চলে গেলেন, একা আপনি মাছ শিকার করছেন চারদিকে শুধু পানি কোনো মানুষ নেই, হঠাৎ শুনলেন ভয়ংকর এক আওয়াজ। তাহলে ভয় না পেয়ে এই জায়গা ত্যাগ করেন, এটা কোনো অশরীরী আত্মা নয়, আসলে এটা নীল তিমি, নীল তিমির আওয়াজ ভয়ংকর , কিন্তু যদি আপনি ডিপ্রেশনে থাকেন বা কষ্টের মধ্যে থাকেন তাহলে এই আওয়াজ শুনার সাথে সাথে আপনি সমুদ্রে পরে আত্মহত্যা করবেন, বিজ্ঞান অনুযায়ী তিমির আওয়াজ এতো টা কষ্টের মানুষের মস্তিষ্ক কে আত্মহত্যা জন্য বাধ্য করে, ৫ মিনিটের আওয়াজ আপনার জীবনের সব কষ্ট কে এক সাথে মনে করিয়ে দিবে, শুধু এই শব্দ কে কেন্দ্র করে মৃত্যুর গেইম বানানো হয়েছিলো ( ব্লু হোয়েল) যদি আপনি সমুদ্রের পারে একা বসে থাকেন এবং হঠাৎ দেখতে পান আপনার থেকে ২০০ বা ৩০০ ফুট দূরে একটা ভয়ংকর আলো, যাকে দেখতে দানবের মতো মনে হয়৷ এই আলো মনে হবে আপনার দিকে আসছে। কিন্তু আসলে সে কখনো আসবে না, আপনি দূরে গেলে সে কাছে আসবে, আর আপনি কাছে গেলে সে দূরে যাবে, এই আলো কে বলা হয়( আলেয়া) বিজ্ঞান এই আলোর নাম রেখেছে (আলেয়া) আর রাতে যদি দেখেন কোনো প্রাচীন জাহাজ যাচ্ছে যার ভিতরে মোমবাতি আলো জ্বলছে, ভুলেও ওর কাছে যাবেন না, আসলে এই জাহাজ গুলো মৃত্যুর ফাদ, এই জাহাজ হাজার হাজার বছর আগে ডুবে গিয়েছে, এই গুলো কুড়া নামক একধরণের শয়তান ব্যবহার করে, আপনি যদি ওর ভিতরে যান তাহলে কখনো ফিরে আসবে না, শেষ এবং ফাইনাল সর্তক হলো, আপনি যদি গোসল করেন সমুদ্রের মধ্যে তাহলে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ ভুলে ও যদি আপনার শরীর থেকে এক ফুটা রক্ত বের হয় তাহলে এই রক্তের প্রতিদান আপনাকে জীবন দিয়ে দিতে হবে, রক্তের ঘ্রাণ ১০ হাজার ফুট গভীরতা থেকে নিয়ে আসবে (ক্যারিবীয় হাঙর) যা আপনার শরীর ছিড়ে খেতে বেশি টাইম লাগবে না, আর যদি দল নিয়ে আসে তাহলে শেষ।

Copy post

Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024