কর্মক্ষেত্র | BBC Janala Ghoorilearning
কথোপকথন (চ্যাপ্টার: কর্মক্ষেত্র)
৪১. Where do you work?
এই লেসনে আপনি শিখবেন—কর্মক্ষেত্র সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।

আসুন ইমরানের সঙ্গে পরিচিত হই। ইমরান তার নতুন প্রতিবেশী আরিফের সঙ্গে কথা বলছেন। তাদের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, আরিফ কোথায় কাজ করেন?
- Imran : Where do you work?
- Arif : I work in a shop
- Imran : what kind of shop is it?
- Arif : It's a mobile phone shop.
- Imran : that's nice.where is the shop?
- Arif : It's in the city centre.
মনে রাখবেন, ইংরেজিতে কথোপকথনের সময় it is-এর সংক্ষিপ্ত রূপ হিসেবে it’s শব্দটি ব্যবহার করা হয়।
অনুশীলন
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে ইমরান ও আরিফের মধ্যকার কথোপকথনটি চর্চা করুন। আপনাদের মধ্যে একজন ইমরানের প্রশ্নগুলো করুন এবং অন্যজন আরিফের মতো করে সেই প্রশ্নগুলোর উত্তর দিন।

- Imran : Where do you work?
- Arif : I work in a shop
- Imran : what kind of shop is it?
- Arif : It's a mobile phone shop.
- Imran : that's nice.where is the shop?
- Arif : It's in the city centre.
আপনি যা কিছু শিখছেন তা চর্চা করতে ভুলবেন না। চর্চা করার জন্য আপনার পরিচিত বিভিন্ন মানুষকে তারা কোথায় কাজ করেন তা জিজ্ঞাসা করুন। আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
কথোপকথন (চ্যাপ্টার: কর্মক্ষেত্র)
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
অনুশীলন
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এই চ্যাপ্টার ও এর আগের চ্যাপ্টার থেকে কর্মক্ষেত্র ও কর্মক্ষেত্রের বিভিন্ন বিভাগ সম্পর্কে যে শব্দগুলো শিখেছেন সেগুলো মনোযোগ দিয়ে আরও একবার পড়ুন। এবার একটি নোটবুকে আপনি, আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের কর্মক্ষেত্র ও কাজের বিভাগ সম্পর্কে লিখে রাখুন। আপনি এ জন্য বিভিন্ন বাক্য তৈরি করে আপনার নোটবুকে লিখতে পারেন। যেমন: I work in a garments factory. I work in retail. My father works in a school. He works in education. |

- Munira : Which sector do you work in?
- Shuvo : I work in finance.
- Munira : Which sector does your wife work in?
- Shuvo : She works in education. Which sector do you work in?
- Munira : I work in health. I am a doctor.
- Shuvo : And your sons? Do they work?
- Munira : Yes, they do. They work in marketing.
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
অনুশীলন
1. hospital. We in a work
2. the office? Where is
3. office. I in an work
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
আপনি যদি মনোযোগ দিয়ে উচ্চারণগুলো শোনেন এবং যা শুনছেন তা চর্চা করেন তাহলে আপনি সহজেই ইংরেজি উচ্চারণে আপনার দক্ষতা বাড়াতে পারবেন।এজন্য যখনই উচ্চারণের এই লেসনগুলো পড়বেন, তখন শব্দ ও বাক্যগুলো স্পষ্টভাবে একাধিকবার উচ্চারণ করবেন। |
এবার এমন একটি শব্দ শুনুন যা এই ধ্বনিটি দিয়ে শুরু হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।
sector. |
এবার এমন একটি শব্দ শুনুন যেখানে এই ধ্বনিটি শব্দের শেষে উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।
works |
এবার আরেকটি ইংরেজি শব্দ শুনুন যেখানে এই ধ্বনিটি শব্দের শেষে উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।
finance |
মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।
এই চ্যাপ্টারের লেসনগুলো আরও চর্চা করার জন্য এই ফাইলটি ডাউনলোড করুনঃ
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
1. নিচের অডিও বাটনে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি উচ্চারিত হয়েছে?
2. নিচের অডিও বাটনে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি উচ্চারিত হয়েছে?
3. নিচের অডিও বাটনে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি উচ্চারিত হয়েছে?
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
1. আপনি যদি কারও কাছে জানতে চান যে তিনি কোথায় কাজ করেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?
2. আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি একটি হাসপাতালে কাজ করেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?
3. আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি একটি কারখানায় কাজ করেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?
4. আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি একটি দোকানে কাজ করেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?
5. আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি ও আপনার সহকর্মীরা একটি দোকানে কাজ করেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?
Comments