গ্রামার (‌‌‌চ্যাপ্টার: দেশ) Learning English

গ্রামার ‌‌‌চ্যাপ্টার: দেশ


 ২৩. He is from Bangladesh

এই লেসনে আপনি শিখবেন—আপনি বা অন্যরা কোথা থেকে এসেছেন তা জানানোর জন্য ইংরেজিতে কীভাবে কোনো বাক্য গঠন করতে হয়।


ছবিটি লক্ষ করুন। এই ছবিতে আপনি কী দেখতে পাচ্ছেন? এবার তৌফিক ও জুং এর মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, তৌফিক ও জুং কী বিবাহিত?

  • Taufiq : Are you married?
  • Jung : Yes, I am.
  • Taufiq : Where is your wife from?
  • Jung : She is from Canada, but her parents are from China.
  • Taufiq : Really?
  • Jung : Are you married?
  • Taufiq : Yes, I am.
  • Jung : Where is your wife from?
  • Taufiq : She is from Bangladesh.

লক্ষ করুন, আপনি কোন দেশ থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায় তা জানানোর সময় বাক্যে verb be (am, is, are) ব্যবহার করা হয়। যেমন:


I am from Bangladesh.আমি বাংলাদেশ থেকে এসেছি।
You are from China.আপনি চীন থেকে এসেছেন।
He is from Bangladesh.তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
She is from Canada.তিনি কানাডা থেকে এসেছেন।
We are from the UK.আমরা যুক্তরাজ্য থেকে এসেছি।
They are from China.তারা চীন থেকে এসেছেন।

লক্ষ করুন, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলার সময় তিনি পুরুষ হলে he এবং নারী হলে she ব্যবহার করে বাক্য গঠন করা হয়।


গ্রামার (‌‌‌চ্যাপ্টার: দেশ)

ইংরেজি চর্চার জন্য পরামর্শ

এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে চর্চা করুন। আপনার বন্ধু এবং তার পরিবারের সদস্যরা কোথা থেকে এসেছেন সে সম্পর্কে তাকে বিভিন্ন প্রশ্ন করুন। আপনি আপনার বন্ধুকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। যেমন:


You :Where are you from?
Friend:I am from Bangladesh.
You:Where is your husband from?
You:He is also from Bangladesh.

  • Taufiq : Are you married?
  • Jung : Yes, I am.
  • Taufiq : Where is your wife from?
  • Jung : She is from Canada, but her parents are from China.
  • Taufiq : Really?
  • Jung : Are you married?
  • Taufiq : Yes, I am.
  • Jung : Where is your wife from?
  • Taufiq : She is from Bangladesh.

এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।

ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. আপনি যদি বলতে চান যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তবে আপনি ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • 2. আপনি যদি বলতে চান যে আপনার স্বামী কানাডা থেকে এসেছেন, তবে আপনি ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • 3. আপনি যদি বলতে চান যে তারা আমেরিকা থেকে এসেছেন, তবে আপনি ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং মনোযোগ দিয়ে আজকের লেসনের প্রথম ধ্বনিটি শুনুন। ধ্বনিটি শোনার সময় স্পষ্টভাবে তা উচ্চারণ করুন।


sh

এবার এমন একটি শব্দ শুনুন যা এই ধ্বনিটি দিয়ে শুরু হয়েছে। এ জন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


She

আপনি নিশ্চয় চমৎকারভাবে শব্দটি উচ্চারণ করেছেন। এবার নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং মনোযোগ দিয়ে আজকের লেসনের দ্বিতীয় ধ্বনিটি শুনুন। ধ্বনিটি শোনার সময় স্পষ্টভাবে তা উচ্চারণ করুন।


ch


এবার এমন একটি শব্দ শুনুন যা এই ধ্বনিটি দিয়ে শুরু হয়েছে। এ জন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


China

এবার আজকের লেসনের ধ্বনিগুলো একটি বাক্যে শুনুন। এ জন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং বাক্যটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


She is from China.


ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের প্রথম ধ্বনিটি উচ্চারিত হয়েছে?

  • 2. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের দ্বিতীয় ধ্বনিটি উচ্চারিত হয়েছে?

  • 3. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের দুটি ধ্বনিই উচ্চারিত হয়েছে?


অনুশীলন

1. অডিও বাটনে ক্লিক করে অডিওটি শুনে সঠিক উত্তর লিখুন।


2. অডিও বাটনে ক্লিক করে অডিওটি শুনে সঠিক উত্তর লিখুন।


3. অডিও বাটনে ক্লিক করে অডিওটি শুনে সঠিক উত্তর লিখুন।



উচ্চারণ (‌‌‌চ্যাপ্টার: দেশ)

ইংরেজি চর্চার জন্য পরামর্শ

আপনার কী এমন আর কোনো ইংরেজি শব্দ জানা আছে যেখানে আজকের লেসনের ধ্বনিগুলো উচ্চারিত হয়। এ ধরনের বিভিন্ন শব্দ মনে করার চেষ্টা করুন এবং স্পষ্টভাবে উচ্চারণ করে সেগুলো চর্চা করুন। আপনি আজকের লেসনের এই ধ্বনিগুলো বিভিন্ন শব্দের মাঝে পেতে পারেন। যেমন:


ship

fish

chip

match


আপনি নিশ্চয় চমৎকারভাবে শব্দটি উচ্চারণ করেছেন। এবার নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং মনোযোগ দিয়ে আজকের লেসনের দ্বিতীয় ধ্বনিটি শুনুন। ধ্বনিটি শোনার সময় স্পষ্টভাবে তা উচ্চারণ করুন।


ch


এবার এমন একটি শব্দ শুনুন যা এই ধ্বনিটি দিয়ে শুরু হয়েছে। এ জন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


China

মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।

এই চ্যাপ্টারের লেসনগুলো আরও চর্চা করার জন্য এই ফাইলটি ডাউনলোড করুনঃ



এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।




অনুশীলন

1. I _____ from Bangladesh.


2. You _____ from Japan.


3. He _____ from the USA.


Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।