কথোপকথন (‌‌‌চ্যাপ্টার: দেশ) Learning English

 ২১. Where are you from?

এই লেসনে আপনি শিখবেন—কোনো ব্যাক্তি কোথা থেকে এসেছেন বা তার বাড়ি কোথায় -এ সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।


আসুন, তৌফিকের সঙ্গে পরিচিত হই। তৌফিক বাংলাদেশে বেড়াতে আসা জন-এর সঙ্গে কথা বলছেন। তাদের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, তৌফিকের বাড়ি কোথায় বা তিনি কোথা থেকে এসেছেন?

  • Taufiq : Hello. I am Taufiq.
  • John : Nice to meet you, Taufiq. Where are you from?
  • Taufiq : I am from Bangladesh.
  • John : Which city are you from?
  • Taufiq : I am from Cumilla. Which country are you from?
  • John : I am from Canada.

ইংরেজিতে Where are you from? এই প্রশ্নটির মাধ্যমে সাধারণত একজন ব্যক্তি কোন দেশ থেকে এসেছেন তা বোঝানো হয়। আবার Where are you from? এই প্রশ্নটির মাধ্যমে একজন ব্যক্তি কোন শহর থেকে এসেছেন তাও বোঝানো হতে পারে। এসব ক্ষেত্রে নির্দিষ্ট করে প্রশ্ন করতে চাইলে একজন ব্যক্তি কোন দেশ থেকে এসেছেন তা জানার জন্য Which country are you from? -এই প্রশ্নটি করা যায়। একইভাবে একজন ব্যক্তি কোন শহর থেকে এসেছেন তা জানার জন্য Which city are you from? -এই প্রশ্নটি করা হয়।

আবার একজন ব্যক্তি কোন জেলা থেকে এসেছেন তা জানার জন্য আপনি Which district are you from? -এই প্রশ্নটি করতে পারেন।


অনুশীলন

1. meet Nice you. to


2. from? you are Where


3. from am I Bangladesh.


ইংরেজি চর্চার জন্য পরামর্শ

এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে তৌফিক ও জন-এর মধ্যকার কথোপকথনটি চর্চা করুন।

  • Taufiq : Hello. I am Taufiq.
  • John : Nice to meet you, Taufiq. Where are you from?
  • Taufiq : I am from Bangladesh.
  • John : Which city are you from?
  • Taufiq : I am from Cumilla. Which country are you from?
  • John : I am from Canada.

আপনি যা কিছু শিখছেন তা চর্চা করতে ভুলবেন না। আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।

এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।


ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. কারও বাড়ি কোথায় বা তিনি কোথা থেকে এসেছেন তা জানার জন্য আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

  • 2. আপনি যদি কাউকে বলতে চান যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • 3. কোনো ব্যক্তি কোন শহর থেকে এসেছেন তা জানার জন্য আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

  • ২২. I am from Bangladesh

    এই লেসনে আপনি শিখবেন-বিভিন্ন দেশের ইংরেজি নাম।


    তৌফিক তার বন্ধু জন ও জনের সহকর্মী জুং সম্পর্কে ইংরেজিতে কিছু কথা বলেছেন। তার কথাগুলো পড়ুন। বলুন তো, জুং কোথা থেকে এসেছেন?

    My name is Taufiq. I am from Bangladesh and I live in Cumilla. This is a photo of me with my friend John and his colleague Jung. John is from Canada, but he lives in Malaysia. He works at a computer company there. Jung is from China, from a city called Shanghai. He works in Malaysia with John.



    এবার ইংরেজি ও বাংলায় বিভিন্ন দেশের নাম সম্পর্কিত ইংরেজি শব্দগুলো দেখুন।

    • Bangladesh : বাংলাদেশ
    • Canada : কানাডা
    • China : চীন
    • Germany : জার্মানি
    • India : ভারত
    • Japan : জাপান
    • Korea : কোরিয়া
    • Malaysia : মালয়েশিয়া
    • the UK : যুক্তরাজ্য
    • the USA : যুক্তরাষ্ট্র

  • ইংরেজি চর্চার জন্য পরামর্শ

    এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে এই লেসনে যা কিছু শিখেছেন তা চর্চা করুন। এ জন্য আগের পাতার ইংরেজি ও বাংলা শব্দগুলো দুই মিনিট সময় নিয়ে মনোযোগ দিয়ে লক্ষ করুন। এবার আপনার বন্ধুকে শব্দগুলোর দিকে না তাকিয়ে কোনো একটি শব্দ বানান করতে বলুন। একইভাবে আপনার বন্ধুকেও কোনো একটি শব্দের বানান জিজ্ঞাসা করতে বলুন এবং আপনি তার উত্তর দিন। আপনারা বিভিন্নভাবে একে অন্যকে বানান জিজ্ঞাসা করতে পারেন। যেমন:


    You:How do you spell ‘Korea’?
    Friend:It’s K-o-r-e-a.
    You:Correct.

    • Bangladesh : বাংলাদেশ
    • Canada : কানাডা
    • China : চীন
    • Germany : জার্মানি
    • India : ভারত
    • Japan : জাপান
    • Korea : কোরিয়া
    • Malaysia : মালয়েশিয়া
    • the UK : যুক্তরাজ্য
    • the USA : যুক্তরাষ্ট্র

    এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।

  • ইংরেজি চর্চা করুন

    সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


    • 1. চীনকে ইংরেজিতে কী বলা হয়?
      (সঠিক হয়েছে)

    • 2. যুক্তরাজ্যকে ইংরেজিতে কী বলা হয়?
      (সঠিক হয়েছে)

    • 3. জাপানকে ইংরেজিতে কী বলা হয়?
      (সঠিক হয়েছে)

    • ২৩. He is from Bangladesh
      এই লেসনে আপনি শিখবেন—আপনি বা অন্যরা কোথা থেকে এসেছেন তা জানানোর জন্য ইংরেজিতে কীভাবে কোনো বাক্য গঠন করতে হয়।


      ছবিটি লক্ষ করুন। এই ছবিতে আপনি কী দেখতে পাচ্ছেন? এবার তৌফিক ও জুং এর মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, তৌফিক ও জুং কী বিবাহিত?

      • Taufiq : Are you married?
      • Jung : Yes, I am.
      • Taufiq : Where is your wife from?
      • Jung : She is from Canada, but her parents are from China.
      • Taufiq : Really?
      • Jung : Are you married?
      • Taufiq : Yes, I am.
      • Jung : Where is your wife from?
      • Taufiq : She is from Bangladesh.

      লক্ষ করুন, আপনি কোন দেশ থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায় তা জানানোর সময় বাক্যে verb be (am, is, are) ব্যবহার করা হয়। যেমন:


      I am from Bangladesh.আমি বাংলাদেশ থেকে এসেছি।
      You are from China.আপনি চীন থেকে এসেছেন।
      He is from Bangladesh.তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
      She is from Canada.তিনি কানাডা থেকে এসেছেন।
      We are from the UK.আমরা যুক্তরাজ্য থেকে এসেছি।
      They are from China.তারা চীন থেকে এসেছেন।

      লক্ষ করুন, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলার সময় তিনি পুরুষ হলে he এবং নারী হলে she ব্যবহার করে বাক্য গঠন করা হয়।
  • অনুশীলন

    1. "বাংলাদেশ" এর ইংরেজী কী?


    2. "মালয়েশিয়া" কে ইংরেজিতে কী লেখা হয়?


    3. "কোরিয়া" কে ইংরেজিতে কী লেখা হয়?



Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।