কথোপকথন (চ্যাপ্টার: যোগাযোগের তথ্য) Learning English
চ্যাপ্টার-৪: যোগাযোগের তথ্য
কথোপকথন (চ্যাপ্টার: যোগাযোগের তথ্য)
১৬. Do you use email?
এই লেসনে আপনি শিখবেন–ইমেইল অ্যাড্রেস সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।

আসুন, রুমানার সঙ্গে পরিচিত হই। এখানে রুমানা তার বন্ধু তানিয়ার সঙ্গে কথা বলছেন। রুমানা ও তানিয়ার মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, তানিয়ার ইমেইল অ্যাড্রেস কী?

- Rumana : Do you have a computer?
- Tania : Yes, I do.
- Rumana : And do you use email?
- Tania : Yes, sometimes.
- Rumana : What’s your email address?
- Tania : It’s abc@world.com.
- Rumana : What’s your email address?
লক্ষ করুন, কোনো কাজ মাঝে মাঝে করা বোঝাতে ইংরেজিতে আমরা sometimes শব্দটি ব্যবহার করি।
মনে রাখবেন, কথোপকথনের সময় it is কে আমরা সংক্ষেপে it’s উচ্চারণ করে থাকি।
অনুশীলন
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে রুমানা ও তানিয়ার মধ্যকার কথোপকথনটি চর্চা করুন। আপনাদের মধ্যে একজন রুমানার প্রশ্নগুলো করুন এবং অন্যজন তানিয়ার মতো করে সেই প্রশ্নগুলোর উত্তর দিন।

- Rumana : Do you have a computer?
- Tania : Yes, I do.
- Rumana : And do you use email?
- Tania : Yes, sometimes.
- Rumana : What’s your email address?
- Tania : It’s abc@world.com.
- Rumana : What’s your email address?
ইংরেজিতে আপনি যা কিছু শিখছেন তা চর্চা করতে ভুলবেন না। চর্চা করার জন্য আপনার পরিচিত বিভিন্ন মানুষকে তাদের কম্পিউটার আছে কি না ও তারা ইমেইল ব্যবহার করেন কি না, তা জিজ্ঞাসা করুন। আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।
এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
Comments