আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছো, ঠকাচ্ছো, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলছো, প্রতারণা করছো তাহলে ঠিক একই ভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে..!
আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছো,
ঠকাচ্ছো, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলছো, প্রতারণা করছো তাহলে ঠিক একই ভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে..!
ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে..!ওতোটা সোজা মনে করো না..!
হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একই ভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে..!
আর সেই দিনটা খুব বেশি দূরে নয়..! অপেক্ষায় থাকো..!
তোমার কারণে যদি কারো চোখ থেকে এক ফোটা পানিও পরে যায় তাহলে অপেক্ষায় থাকো কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোটা পানি ঝড়ানোর কারণ হবে...!
দিনের পর দিন যার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আসছো, একটা মানুষে বিশ্বাস নিয়ে মত মতো খেলছো অথচ ঐ পারের মানুষ টি তোমার ছলনা বুঝতে পারে নি তাই বলে ভেবো না তুমি জিতে গেছো..!
অপেক্ষা করো....
ঠিক একই ভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে..!
@প্যারাসিটামল
Comments