এইচটিএমএল HTML Coding Css Web Design

এইচটিএমএল

 হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।

প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

ওয়েবপেজ মূলত দুই ধরনের হয়। স্টাটিক ওয়েবপেজ এবং ডায়নামিক ওয়েবপেজ। HTML ও CSS স্টাটিক ওয়েবপেজ বানানো হয়।ডায়নামিক ওয়েবপেজ বানাতে এগুলোর সাথে পিএইচপিজাভাস্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।