English Course With BBC Bangla Ghoori Learning (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
কথোপকথন (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
এই লেসনে আপনি শিখবেন—বিভিন্ন জরুরী কাগজ সম্পর্কে কীভাবে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয়।

আসুন, ফিরোজের সঙ্গে পরিচিত হই। ফিরোজ ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে এসেছেন। এ জন্য তিনি ব্যাংকের একজন কর্মকর্তা ইকবালের সঙ্গে কথা বলছেন। ইকবাল ও ফিরোজের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, ফিরোজের কাছে কী কী জরুরী কাগজপত্র রয়েছে?

- Iqbal : Which documents do you have?
- Feroz : I have an ID card.
- Iqbal : Do you have a passport?
- Feroz : No, I don't.
- Iqbal : Can I see your ID card, please?
- Feroz : Yes, of course.
মনে রাখবেন, ইংরেজিতে কথোপকথনের সময় do not-এর সংক্ষিপ্ত রূপ হিসেবে don’t শব্দটি ব্যবহার করা হয়।
অনুশীলন
অনুশীলন
কথোপকথন (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে ইকবাল ও ফিরোজের মধ্যকার কথোপকথনটি চর্চা করুন। আপনাদের মধ্যে একজন ইকবালের প্রশ্নগুলো করুন এবং অন্যজন ফিরোজের মতো করে সেই প্রশ্নগুলোর উত্তর দিন।

- Iqbal : Which documents do you have?
- Feroz : I have an ID card.
- Iqbal : Do you have a passport?
- Feroz : No, I don't.
- Iqbal : Can I see your ID card, please?
- Feroz : Yes, of course.
এই লেসনে যা কিছু শিখেছেন তা চর্চা করতে ভুলবেন না। চর্চা করার জন্য আপনার পরিচিত বিভিন্ন ব্যক্তিকে ইকবালের মতো করে প্রশ্ন করুন এবং তাদের কাছে কী ধরনের জরুরী কাগজপত্র রয়েছে তা জানার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
কথোপকথন (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
অনুশীলন
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
আপনি নতুন যে শব্দগুলো শিখেছেন সেগুলো একটি নোটবুকে লিখে রাখুন। আপনি ইংরেজি শব্দের পাশে বাংলা অর্থগুলো লিখে রাখতে পারেন। এভাবে লিখে লিখে নতুন ইংরেজি শব্দগুলো আপনি সহজেই মনে রাখতে পারবেন।
বিভিন্ন ধরনের শব্দের পাশাপাশি আপনি জানেন এমন জরুরী কাগজপত্র-বিষয়ক কিছু বাক্যও লিখে রাখুন। এ বিষয়ে আপনি বিভিন্ন ধরনের বাক্য লিখতে পারেন।
যেমন:
I have an ID card.
I’m not married, so I don’t have a marriage certificate.
In Bangladesh, everybody has a national ID card with your name and date of birth. Some people have a passport. You need a passport to travel abroad (বিদেশে). If you want to work abroad, you need a work permit, and sometimes a degree certificate and a health certificate. You do not need these documents to open a bank account, but you do need an ID card or a passport. |
এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
শব্দাবলি (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার Doও Does ব্যবহার করে কিছু প্রশ্নবোধক বাক্য তৈরি করুন এবং বাক্যগুলো আপনার নোটবুকে লিখে রাখুন। এ জন্য এই লেসনে শেখা প্রশ্নগুলো থেকে সাহায্য নিন। Do ও Does ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন। যেমন:
Do you have a passport? Does your sister have a passport? Do your parents have a bank account? |
You: | Does your sister have a.. |
Friend | Yes, she does. |

- Feroz : I would like to open a bank account for me and my wife.
- Iqbal : What documents does your wife have?
- Feroz : She has an ID card.
- Iqbal : Does she have a passport?
- Feroz : No, she doesn’t.
- Iqbal : Do you have a marriage certificate?
- Feroz : Yes, we do.
- Iqbal : Can I see it, please?
- Feroz : Yes, of course. Here you are.
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
গ্রামার (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
উচ্চারণ (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
আপনি যদি মনোযোগ দিয়ে উচ্চারণগুলো শোনেন এবং যা শুনছেন তা চর্চা করেন তাহলে আপনি সহজেই ইংরেজি উচ্চারণে আপনার দক্ষতা বাড়াতে পারবেন।
এ জন্য যখনই উচ্চারণের এই লেসনগুলো পড়বেন, তখন শব্দ ও বাক্যগুলো স্পষ্টভাবে একাধিকবার উচ্চারণ করুন।
এবার don’t ও doesn’t ব্যবহার করে আরও কিছু ইংরেজি বাক্য তৈরি করুন। এ ভাবে আপনি বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন। যেমন:
I don’t have an ID card.
My friend, Maruf, doesn’t have a bank account.
আপনি কী বাক্যগুলোর মধ্যকার উচ্চারণের পার্থক্য লক্ষ করেছেন? প্রতিদিনের ইংরেজি কথোপকথনে ইংরেজি ভাষাভাষীরা প্রায়ই do not কে একত্রে don't এবং does not কে একত্রে doesn't হিসেবে উচ্চারণ করেন। আবার এক্ষেত্রে not- এর o -এর পরিবর্তে উর্ধ্বকমা (') ব্যবহৃত হয়।
সাধারণত দ্রুত ও সহজে উচ্চারণের জন্যই do not কে একত্রে don't এবং does not কে একত্রে doesn't হিসেবে উচ্চারণ করা হয়।
মনে রাখবেন, আপনি যত বেশ চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।
এই চ্যাপ্টারের লেসনগুলো আরও চর্চা করার জন্য এই ফাইলটি ডাউনলোড করুন: |
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
উচ্চারণ (চ্যাপ্টার: জরুরী কাগজপত্র)
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
Comments