(চ্যাপ্টার: ভালোলাগা)
৫১. What do you do in your free time?
এই লেসনে আপনি শিখবেন–ভালোলাগার বিভিন্ন বিষয় নিয়ে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।

আসুন, নাসরিনের সঙ্গে পরিচিত হই। নাসরিন তার ভাগ্নে রাজিবের সাথে কথা বলছেন। তাদের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, রাজিবের পছন্দের খেলা কোনটি?

- Nasrin : What do you do in your free time?
- Rajib : I play cricket and watch television.
- Nasrin : Do you like playing football?
- Rajib : Yes, I do. But I prefer (বেশি পছন্দ করা) watching it on television.
- Nasrin : Who is your favourite player?
- Rajib : I like Ronaldo.
- Nasrin : Me too!
অনুশীলন
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে নাসরিন ও রাজিবের মধ্যকার কথোপকথনটি চর্চা করুন। আপনাদের মধ্যে একজন নাসরিনের প্রশ্নগুলো করুন এবং অন্যজন রাজিবের মতো করে সেই প্রশ্নগুলোর উত্তর দিন।

- Nasrin : What do you do in your free time?
- Rajib : I play cricket and watch television.
- Nasrin : Do you like playing football?
- Rajib : Yes, I do. But I prefer (বেশি পছন্দ করা) watching it on television.
- Nasrin : Who is your favourite player?
- Rajib : I like Ronaldo.
- Nasrin : Me too!
আপনি যা কিছু শিখছেন তা চর্চা করতে ভুলবেন না। চর্চা করার জন্য আপনার পরিচিত বিভিন্ন মানুষকে ইংরেজিতে তাদের পছন্দের কাজ সম্পর্কে জিজ্ঞসা করুন।
এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে চর্চা করুন। আপনি আপনার বন্ধুকে তার অবসর সময়ের বিভিন্ন কাজ সম্পর্কে প্রশ্ন করুন। একইভাবে আপনার বন্ধুও আপনাকে প্রশ্ন করলে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিন। আপনারা বিভিন্নভাবে কথা বলতে পারেন।
যেমন:
You: | What do you do in your free time? |
Friend: | I cook and I listen to music. |
You: | Do you like sport? |
Friend: | Yes, I like playing badminton. |

- Azad : What do you do in your free time?
- Shuvo : I play football and listen to music.
- Shuvo : What other sports do you like?
- Azad : I like playing badminton. What about you? Do you like playing badminton?
- Shuvo : Yes, I do. I play every Saturday.
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে চর্চা করুন। আপনি আপনার বন্ধুকে তার অবসর সময়ের বিভিন্ন কাজ সম্পর্কে প্রশ্ন করুন। একইভাবে আপনার বন্ধুও আপনাকে প্রশ্ন করলে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিন। আপনারা বিভিন্নভাবে কথা বলতে পারেন।
যেমন:
You: | What do you do in your free time? |
Friend: | I cook and I listen to music. |
You: | Do you like sport? |
Friend: | Yes, I like playing badminton. |

- Azad : What do you do in your free time?
- Shuvo : I play football and listen to music.
- Shuvo : What other sports do you like?
- Azad : I like playing badminton. What about you? Do you like playing badminton?
- Shuvo : Yes, I do. I play every Saturday.
এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
অনুশীলন
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
এই লেসনে শেখা অবসর সময়ের কাজ-বিষয়ক শব্দগুলো ব্যবহার করে কিছু বাক্য তৈরি করুন এবং বাক্যগুলো আপনার নোটবুকে লিখে রাখুন। এজন্য বাক্যে like শব্দটি ব্যবহার করতে ভুলবেন না। অবসর সময়ের কাজ-বিষয়ক শব্দগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন। যেমন:
I like playing football. |
My parents like watching television. |

My name is Azad. I am a student. I study very hard, but in my free time I like playing cricket with my friends. My sister, Anika, likes playing cricket as well and we like playing every Friday. Anika also likes visiting friends on Fridays and going shopping on Saturdays. I like reading and watching television at the weekend. My parents also like watching television in their free time. They are both very busy at work and like relaxing when they are at home.
এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
ইংরেজি চর্চার জন্য পরামর্শ
মনোযোগ দিয়ে ইংরেজি উচ্চারণগুলো শুনুন এবং সাথে সাথে চর্চা করুন। এভাবে চর্চা করলে ইংরেজি উচ্চারণে আপনার দক্ষতা আরও বাড়বে।
এই বাক্যটি সঠিক। কিন্তু প্রতিদিনের কথোপকথনে ইংরেজি ভাষাভাষীরা এই বাক্যটি একটু ভিন্নভাবে উচ্চারণ করে থাকেন। প্রশ্নটির প্রথম তিনটি শব্দ আবারও শুনুন।
Do you like playing football? |
আপনি কি প্রথম ও দ্বিতীয় বাক্যটির মধ্যে উচ্চারণের পার্থক্য লক্ষ করেছেন? প্রতিদিনের কথোপকথনে ইংরেজি ভাষাভাষীরা Do-you-like এই শব্দ তিনটি আলাদাভাবে উচ্চারণ করেন না। বরং দ্রুত ও সহজে বলার জন্য তারা এই শব্দ তিনটি একত্রে উচ্চারণ করেন।
উচ্চারণের লেসনগুলো শেখার সময় সেই লেসনের শব্দ ও বাক্যগুলো স্পষ্টভাবে বারবার উচ্চারণ করুন।
মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা তত বাড়বে।এই চ্যাপ্টারের লেসনগুলো আরও চর্চা করার জন্য এই ফাইলটি ডাউনলোড করুন: |
ইংরেজি চর্চা করুন
সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
Comments