চ্যাপ্টার-৩: ঠিকানা

 

চ্যাপ্টার-৩: ঠিকানা



কথোপকথন (‌‌‌চ্যাপ্টার: ঠিকানা)

১০. Where do you live?

এই লেসনে আপনি শিখবেন—বাসস্থান ও ঠিকানা সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।


আসুন, মামুন ও তার স্ত্রী মাহমুদার সঙ্গে পরিচিত হই। মামুন ও মাহমুদা ব্যাংকের একজন কর্মকর্তা ফয়সালের সঙ্গে কথা বলছেন। তাদের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, মামুন ও মাহমুদার কাছে ফয়সাল কী জানতে চাইছেন?

  • Faisal : Where do you live?
  • Mamun : We live in Chittagong.
  • Faisal : And what’s your house number?
  • Mamun : Our house number is 9.
  • Faisal : And what’s your road number?
  • Mamun : It’s 8.
  • Faisal : And ...

অনুশীলন

1. live? you Where do


2. live We Chittagong. in


3. What's number? house your


ইংরেজি চর্চার জন্য পরামর্শ

এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে ফয়সাল, মামুন ও মাহমুদার মধ্যকার কথোপকথনটি চর্চা করুন। আপনাদের মধ্যে একজন ফয়সালের প্রশ্নগুলো করুন এবং অন্যজন মামুনের মতো করে সেই প্রশ্নগুলোর উত্তর দিন।

  • Faisal : Where do you live?
  • Mamun : We live in Chittagong.
  • Faisal : And what’s your house number?
  • Mamun : Our house number is 9.
  • Faisal : And what’s your road number?
  • Mamun : It’s 8.
  • Faisal : And ...

আপনি যা কিছু শিখছেন তা চর্চা করতে ভুলবেন না। চর্চা করার জন্য আপনার পরিচিত বিভিন্ন মানুষকে তাদের ঠিকানা জিজ্ঞাসা করুন। আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।

এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।


ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. আপনি যদি কারও কাছে জানতে চান যে তিনি কোথায় থাকেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

  • 2. আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি চট্টগ্রামে থাকেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • 3. আপনি যদি কারও বাড়ির নম্বর জানতে চান, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

  • শব্দাবলি (‌‌‌চ্যাপ্টার: ঠিকানা)

১২. What’s your road number?

মামুন ও মাহমুদা সম্পর্কে নিচের বাক্যগুলো পড়ুন। বলুন তো, তারা কী শহরে থাকেন, নাকি গ্রামে?


Hi. Our names are Mamun and Mahmuda. We live in Chittagong with our son (ছেলে/পুত্র). We live in a small flat in a big block of flats. Our flat number is 2, our house number is 9 and our road number is 8. We live in a busy area (ব্যস্ত এলাকা) of Chittagong. We go to our home village in the district of Chittagong once a year.


apartmentঅ্যাপার্টমেন্ট
apartment blockঅ্যাপার্টমেন্টের সারি
apartment numberঅ্যাপার্টমেন্ট নম্বর
house numberবাড়ি নম্বর
road numberসড়ক নম্বর
villageগ্রাম
districtজেলা
postcodeপোস্টকোড


ইংরেজি চর্চার জন্য পরামর্শ

এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা চর্চা করুন। এ জন্য আপনার বাসস্থান সম্পর্কে আপনার একজন বন্ধুকে ইংরেজিতে কিছু বাক্য বলুন। আপনি আপনার বন্ধুর সঙ্গে বিভিন্নভাবে কথা বলতে পারেন।

যেমন:


I live with my family in a small house in Rangpur.


apartmentঅ্যাপার্টমেন্ট
apartment blockঅ্যাপার্টমেন্টের সারি
apartment numberঅ্যাপার্টমেন্ট নম্বর
house numberবাড়ি নম্বর
road numberসড়ক নম্বর
villageগ্রাম
districtজেলা
postcodeপোস্টকোড

এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।


ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. ফ্ল্যাট শব্দটির ইংরেজি কোনটি?

  • 2. সড়ক নম্বর শব্দটির ইংরেজি কোনটি?

  • 3. পোস্টকোড শব্দটির ইংরেজি কোনটি?





১৩. What is your house number?

এই লেসনে আপনি শিখবেন—বিভিন্ন প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে কীভাবে কারও ঠিকানা জিজ্ঞাসা করতে হয়।


মিতা ও রবিনের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, মিতা কোথায় থাকেন?

  • Robin : Where do you live?
  • Mita : I live in the village of Babuganj.
  • Robin : Which district is your village in?
  • Mita : It is in Barishal district.
  • Robin : Whom do you live with?
  • Mita : I live with my husband and his mother and father.
  • Robin : What is your address?
  • Mita : It’s house number 7, road ....

কোনো স্থান সম্পর্কে ইংরেজিতে প্রশ্ন করার জন্য আমরা where শব্দটি ব্যবহার করে প্রশ্ন করি। যেমন:


Where do you live?আপনি কোথায় থাকেন?


আবার কোনো ব্যক্তি সম্পর্কে ইংরেজিতে প্রশ্ন করার সময় who শব্দটি ব্যবহার করা হয়। যেমন:


Who do you live with?আপনি কার সঙ্গে থাকেন?


একইভাবে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কিত তথ্য জানার জন্য আমরা what ব্যবহার করে প্রশ্ন করে থাকি। যেমন:


What is your address?আপনার ঠিকানা কী?


তবে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানার জন্য ইংরেজিতে which শব্দটি ব্যবহার করা হয়। যেমন:


Which district is your village in

আপনার গ্রামটি কোন জেলায়?     





ইংরেজি চর্চার জন্য পরামর্শ

এই লেসনে শেখা প্রশ্নবোধক শব্দগুলো ব্যবহার করে কিছু বাক্য তৈরি করুন এবং বাক্যগুলো আপনার নোটবুকে লিখে রাখুন। এ জন্য এই লেসনে শেখা প্রশ্নগুলো থেকে সাহায্য নিন। প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন। যেমন:


What is your name?
Who is your teacher?
Where is your office?

  • Robin : Where do you live?
  • Mita : I live in the village of Babuganj.
  • Robin : Which district is your village in?
  • Mita : It is in Barishal district.
  • Robin : Whom do you live with?
  • Mita : I live with my husband and his mother and father.
  • Robin : What is your address?
  • Mita : It’s house number 7, road ....

এবার আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে চর্চা করুন। আপনার বন্ধুকে বিভিন্ন প্রশ্ন করুন। একই ভাবে আপনার বন্ধুকেও প্রশ্ন করতে বলুন। আপনারা দুজন নানা ভাবে প্রশ্ন করতে ও উত্তর দিতে পারেন। যেমন:


You:Where is your office?
Friend:It is in Dhaka.


এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।

ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. __________ do you live?

  • 2. __________ is your road number?

  • 3. __________ district do you live in?

  • ১৪. I live in a village

    এই লেসনে আপনি শিখবেন—খুব প্রচলিত একটি ইংরেজি ধ্বনি কীভাবে উচ্চারণ করতে হয়।


    নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং মনোযোগ দিয়ে আজকের লেসনের ধ্বনিটি শুনুন। ধ্বনিটি শোনার সময় স্পষ্টভাবে তা উচ্চারণ করুন।


    i

    এবার এমন একটি শব্দ শুনুন যা এই ধ্বনিটি দিয়ে শুরু হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    in



    এবার এমন একটি ইংরেজি শব্দ শুনুন যেখানে এই ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    live

    এবার এমন আরেকটি ইংরেজি শব্দ শুনুন যেখানে এই ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    village


    এবার এই শব্দ তিনটি একটি বাক্যে শুনুন। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং বাক্যটি স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    I live in a village.


অনুশীলন

1. you live? Where do


2. with? Who you do live


3. district Which your is in? village



ইংরেজি চর্চার জন্য পরামর্শ

লক্ষ করে দেখুন তো, এই লেসনের আর কোনো শব্দে কী এই ধ্বনিটি উচ্চারিত হয়েছে? এবার মামুন ও মাহমুদা সম্পর্কে শব্দাবলি লেসনে দেওয়া বাক্যগুলো আবার দেখুন। বলুন তো, এখানে কোন কোন শব্দে এই লেসনের ধ্বনিটি রয়েছে? বাক্যগুলো স্পষ্টভাবে উচ্চারণ করে পড়ুন এবং এই ধ্বনিসহ শব্দগুলো খুঁজে বের করুন।

Hi. Our names are Mamun and Mahmuda. We live in Chittagong with our son. We live in a small apartment in a big apartment block. Our apartment number is two, our house number is nine and our road number is eight. We live in a busy area of Chittagong. We go to our home village in the district of Chittagong once a year.

এবার এমন আরেকটি ইংরেজি শব্দ শুনুন যেখানে এই ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


village


মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।

এই চ্যাপ্টারের লেসনগুলো আরও চর্চা করার জন্য এই ফাইলটি ডাউনলোড করুনঃ

এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।

ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি দুইবার উচ্চারিত হয়েছে?

  • 2. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি তিনবার উচ্চারিত হয়েছে?

  • 3. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি একবার উচ্চারিত হয়েছে?


কুইজ (চ্যাপ্টার: ঠিকানা)

  • ইংরেজি চর্চা করুন

    সঠিক উত্তরটিতে ক্লিক করুন।

    • 1. আপনি যদি কারও কাছে তার বাসস্থান সম্পর্কে জানতে চান, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

    • 2. আপনি যদি কারও কাছে জানতে চান যে তিনি কত নম্বর সড়কে থাকেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

    • 3. আপনি যদি কাউকে বলতে চান যে আপনার পরিবারের সদস্যরা ছয় নম্বর বাড়িতে থাকেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

    • 4. আপনি যদি কোনো একটি স্থানের তথ্য জানার জন্য প্রশ্ন করতে চান, তবে নিচের কোন প্রশ্নবোধক শব্দটি আপনি ব্যবহার করবেন?

    • 5. আপনি যদি কাউকে বলতে চান যে আপনি গ্রামে থাকেন, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?













Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।