শব্দাবলি (চ্যাপ্টার: সংখ্যা)
শব্দাবলি (চ্যাপ্টার: সংখ্যা)
৭. What’s your phone number?
এই লেসনে আপনি শিখবেন—কাউকে নিজের ফোন নম্বর জানানোর সময় ইংরেজিতে শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে বলতে হয়।

নুসরাত ও ফাতেমার মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, নুসরাতের ফোন নম্বর কত?

- Fatima : What’s your phone number?
- Nusrat : It’s 0456789.
- Fatima : When is a good time to call?
- Nusrat : Call me at 7.
লক্ষ করুন, ফোনে কারও সঙ্গে কোনো জরুরী কথা বলার জন্য আমরা তাকে সাধারণত এই প্রশ্নটি করে থাকি- When is a good time to call? সাধারণত একজন ব্যক্তিকে কখন ফোন করা যাবে তা জানার জন্যই এই প্রশ্নটি তাকে করা হয়ে থাকে।
বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।
zero | শূন্য |
one | এক |
two | দুই |
three | তিন |
four | চার |
five | পাঁচ |
six | ছয় |
seven | সাত |
eight | আট |
nine | নয় |
tenশব্দাবলি (চ্যাপ্টার: সংখ্যা)অনুশীলন | দশ |
Comments