শব্দাবলি (‌‌‌চ্যাপ্টার: সংখ্যা)

 

শব্দাবলি (‌‌‌চ্যাপ্টার: সংখ্যা)

৭. What’s your phone number?

এই লেসনে আপনি শিখবেন—কাউকে নিজের ফোন নম্বর জানানোর সময় ইংরেজিতে শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে বলতে হয়।


নুসরাত ও ফাতেমার মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, নুসরাতের ফোন নম্বর কত?

  • Fatima : What’s your phone number?
  • Nusrat : It’s 0456789.
  • Fatima : When is a good time to call?
  • Nusrat : Call me at 7.

লক্ষ করুন, ফোনে কারও সঙ্গে কোনো জরুরী কথা বলার জন্য আমরা তাকে সাধারণত এই প্রশ্নটি করে থাকি- When is a good time to call? সাধারণত একজন ব্যক্তিকে কখন ফোন করা যাবে তা জানার জন্যই এই প্রশ্নটি তাকে করা হয়ে থাকে।

বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।



zeroশূন্য
oneএক
twoদুই
threeতিন
fourচার
fiveপাঁচ
sixছয়
sevenসাত
eightআট
nineনয়
ten




শব্দাবলি (‌‌‌চ্যাপ্টার: সংখ্যা)

অনুশীলন

1. you Do have phone? mobile a


2. number. It's personal my


3. have I two phones.






শব্দাবলি (‌‌‌চ্যাপ্টার: সংখ্যা)

ইংরেজি চর্চার জন্য পরামর্শ

এই লেসনে আপনি যা কিছু শিখেছেন তা চর্চা করুন। এ জন্য প্রথমেই ইংরেজি ও বাংলায় লেখা সংখ্যাগুলো দুই মিনিট সময় নিয়ে ভালোভাবে লক্ষ করুন। এরপর আপনার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে সেগুলো চর্চা করুন।

প্রথমে আপনি শব্দগুলোর দিকে না তাকিয়ে বাংলায় যেকোনো একটি সংখ্যা বলুন। সংখ্যাটি বাংলায় বলার পর আপনার বন্ধুকে বলুন, না দেখে সেই সংখ্যাটির ইংরেজি বলতে।

একইভাবে আপনার বন্ধুকেও বাংলায় যেকোনো একটি সংখ্যা বলতে বলুন। তারপর আপনি সেই সংখ্যাটির ইংরেজি বলুন। এভাবে এই লেসনে শেখা শূন্য থেকে দশ পর্যন্ত সবগুলো সংখ্যাই একে একে চর্চা করুন।


You:তিন
Friend:Three

  • Fatima : What’s your phone number?
  • Nusrat : It’s 0456789.
  • Fatima : When is a good time to call?
  • Nusrat : Call me at 7.

এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।

শব্দাবলি (‌‌‌চ্যাপ্টার: সংখ্যা)

ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. চার সংখ্যাটির ইংরেজি কোনটি?

  • 2. ‌ছয় সংখ্যাটির ইংরেজি কোনটি?

  • 3. ‌দুই সংখ্যাটির ইংরেজি কোনটি?



অনুশীলন

1. one phone. I have


2. have you Do a mobile phone?


3. has six Rajib boxes.

 



ইংরেজি চর্চার জন্য পরামর্শ

আপনার ও আপনার পরিবারের সদস্যদের কাছে থাকা বিভিন্ন বস্তু লক্ষ করুন। এবার সেই বস্তুগুলোর সংখ্যা বা পরিমাণ নিয়ে ইংরেজিতে কিছু বাক্য লিখুন।


I have one phone.
My father has one phone.
My brother has four phones.

  • I have one phone : আমার একটি ফোন আছে।
  • I have two phones : আমার দুইটি ফোন আছে।
  • I have four phones : আমার চারটি ফোন আছে।

এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।



ইংরেজি চর্চা করুন

সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


  • 1. আপনি যদি কাউকে বলতে চান যে আপনার একটি ফোন আছে, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • 2. আপনি যদি কাউকে বলতে চান যে আপনার ভাইয়ের চারটি ফোন আছে, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • 3. আপনি যদি কাউকে বলতে চান যে আপনার স্ত্রীর তিনটি ফোন আছে, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

  • উচ্চারণ (‌‌‌চ্যাপ্টার: সংখ্যা)

    ৯. I have four phones

    এই লেসনে আপনি শিখবেন—খুব প্রচলিত একটি ইংরেজি ধ্বনির শুদ্ধ উচ্চারণ।

    নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং মনোযোগ দিয়ে আজকের লেসনের ধ্বনিটি শুনুন। ধ্বনিটি শোনার সময় স্পষ্টভাবে তা উচ্চারণ করুন।


    f


    এবার এমন একটি শব্দ শুনুন যা এই ধ্বনিটি দিয়ে শুরু হয়েছে। শব্দটির ইংরেজি বানান হলো four. four শব্দটিতে f অক্ষরটির মাধ্যমে আজকের লেসনের ধ্বনিটি উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    four

    এবার এই ধ্বনি দিয়ে শুরু হওয়া আরেকটি ইংরেজি শব্দ শুনুন। শব্দটির ইংরেজি বানান হলো phones. phones শব্দটিতে ph অক্ষরগুলোর মাধ্যমে আজকের লেসনের ধ্বনিটি উচ্চারিত হয়েছে। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং শব্দটি শোনার পর তা স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    phones

    এবার আজকের লেসনের ধ্বনিসহ এই শব্দ দুটি একটি বাক্যে শুনুন। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং বাক্যটি স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    I have four phones.

  • অনুশীলন

    1. friends. I five have


    2. phones. has four father My


    3. two I watches. have


    সফলভাবে শেষ হয়েছে

  • ইংরেজি চর্চার জন্য পরামর্শ

    এবার এমন আরও কিছু ইংরেজি শব্দ খুঁজে বের করুন যেখানে এই লেসনে শেখা ধ্বনিটি আছে। শব্দগুলো স্পষ্টভাবে উচ্চারণ করে চর্চা করুন। আজকের লেসনের এই ধ্বনিটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করতে পারেন।

    যেমন:



    father      friend      family      photo

    এবার আজকের লেসনের ধ্বনিসহ এই শব্দ দুটি একটি বাক্যে শুনুন। এজন্য নিচের অডিও বাটনে ক্লিক করুন এবং বাক্যটি স্পষ্টভাবে উচ্চারণ করুন।


    I have four phones.

    মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।

    এই চ্যাপ্টারের লেসনগুলো আরও চর্চা করার জন্য এই ফাইলটি ডাউনলোড করুনঃ

    এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।

  • ইংরেজি চর্চা করুন

    সঠিক উত্তরটিতে ক্লিক করুন।


    • 1. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি দুইবার উচ্চারিত হয়েছে?

    • 2. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি তিনবার উচ্চারিত হয়েছে?

    • 3. নিচের অডিও বাটনগুলোতে ক্লিক করে বাক্যগুলো শুনুন। বলুন তো, কোন বাক্যে এই লেসনের ধ্বনিটি একবার উচ্চারিত হয়েছে?

    • কুইজ (চ্যাপ্টার: সংখ্যা)

      ইংরেজি চর্চা করুন

      সঠিক উত্তরটিতে ক্লিক করুন।

      • 1. আপনি যদি কারও কাছে জানতে চান যে তার মোবাইল ফোন আছে কি না, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

      • 2. আপনি যদি কারও কাছে তার ফোন নম্বর জানতে চান, তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

      • 3. আপনি যদি কাউকে কোনো কিছু পুনরায় বলার জন্য অনুরোধ করতে চান তবে আপনি তাকে ইংরেজিতে কোন প্রশ্নটি করবেন?

      • 4. আপনি যদি কাউকে বলতে চান যে আপনার দুইটি ফোন আছে, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?

      • 5. আপনি যদি কাউকে বলতে চান যে আপনার দুইটি ঘড়ি আছে, তবে আপনি তাকে ইংরেজিতে কোন বাক্যটি বলবেন?


দশ


Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।