কাজ করছে না মেসেঞ্জার Check Messenger Dangerous For Your Privacy
ফেসবুক মেসেঞ্জারে দেয়া যাচ্ছে না মেসেজ। অ্যাপে ঢোকামাত্রই দেখা যায় কানেক্টিং। এর ফলে অসম্ভব হয়ে পড়েছে মেসেজ আদান-প্রদান। কিছুক্ষণ পর পর মেসেজ আদান-প্রদান করা গেলও এর গতি অনেক ধীর।
যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মেসেঞ্জারে এমন এক সময়ে বিভ্রাট শুরু হলো যখন ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের নিজস্ব মেসেজেস সার্ভিসেও একই ধরনের সমস্যা চলছে।
এদিকে মেসেঞ্জারের সাথে ইনস্টাগ্রামেও মেসেজ আদান-প্রদানে ধীরগতি পাচ্ছেন ব্যবহারকারীরা। সেখানেও একই ধরনের বিভ্রাটে সাধারণ মানুষ। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজেও একই সমস্যা চলছে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ইনস্টাগ্রামের স্টোরি লোড হচ্ছে না। ঠিক কী কারণে প্লাটফর্ম দু’টিতে এমন সমস্যা দেখা দিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
Comments