‘অতিযত্ন সহকারে নানা সমস্যা মোকাবিলা করে শীঘ্রই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব। আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর।‘ ~ আজহার/ সাজিদ
যা লেখা ছিলো পদ্মা সেতুর শেষ স্প্যানের গায়ে।
বিজয়ের মাসের শুরুই দিকেই দৃশ্যমান হলো ৬ দশমিক ১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু। আর এ উচ্ছাস বইছে প্রতিটি বাঙালীর মনে।

পদ্মা সেতুর শেষ স্প্যানটির গায়ে নিজেদের ভাষায় কিছু বার্তা লিখেছে প্রকল্পটির জন্য কাজ করা চীনা কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর মতই যে লেখার প্রতি কৌতুহল বাংলা ভাষাভাষী মানুষের অনেকেরই।
স্প্যান ও স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায় লেখা ছিলো পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা।
চীনা ভাষা থেকে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়
‘অতিযত্ন সহকারে নানা সমস্যা মোকাবিলা করে শীঘ্রই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব। আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর।‘
~ আজহার/ সাজিদ
Comments