হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। আপনাদের পায়ে ধরি পোস্টটা একটু বড় হবে ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইল|

 আসসালামু আলাইকুম,

হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। আপনাদের পায়ে ধরি পোস্টটা একটু বড় হবে ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইল| 









আপনাকে কথা দিতে পারি সত্যটা জানার পর আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এবং পড়ার পর আপনি নিজেই বুঝবেন এই সময়টা আপনার সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ছিল [ইনশাল্লাহ], হস্তমৈথুনের অভ্যাসের জন্য তরুণ প্রজন্মের ধ্বংসের হাত থেকে বাচার জন্য অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ বিষয়...।
যদি দুনিয়াতে এবং আখিরাতে ক্যারিয়ার ধ্বংস করতে না চান!!

বিয়ের আগে না জানার কারণে ছেলে/মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পরে ।=================================== আমাদের স্কুল কলেজ গুলোতে সব বিষয়ে বলা হলেও এসব বিষয়ে বলা হয় না বললেই চলে ।
তাই এই বিষয়ে না জানার কারণে অনেক ছেলে মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে । শুধুমাত্র এই একটা বদঅভ্যাস আপনাকে দুনিয়া এবং আখেরাতে ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট|
Calculation করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্যে ৯৫% আর মেয়েদের মধ্যে ৭৫% এই বদ অভ্যাসে জড়িত ।
যেটা কে আরবিতে বলা হয় নিকাহ বিল ইয়াদী
( অর্থাৎ হাতের সাথে বিবাহ করা ) ।




ইংরেজিতে বলা হয় Masturbation আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন ।
মানুষ তার যৌন চাহিদা বা যৌন ক্ষুধা কে হাত দ্বারা চরিতার্থ বা যৌন ক্ষুধা নিবারণ করাকে হস্তমৈথন বা masturbation বলে|

বর্তমান বিজ্ঞান বলে কোন ছেলে যদি দিনে দুইবার মাত্র 6 মাস হস্তমৈথুন করে তাহলে সে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে|যখন ধ্বংস হয়ে যায় তারপরে তারা বুঝতে পারে অথচ আগে বুঝলে তারা সংশোধন হতে পারত|
আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের নিক্ষেপ করো না|সূরা বাকারা আয়াত নাম্বার 195 এবং নিসা আয়াত নাম্বার 29
যেটাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন এবং এর শাস্তি ভয়ানক হওয়ার কারণে কিয়ামতের দিন আঙ্গুলের পেট গুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে । বাকিটা ফেরেস্তারা টেনে বের করবেন ।
আর হস্তমৈথুন হারাম এবং এটা একটা কবিরা গুনাহ|এবং এটা একটা গোপন পাপ|আর গোপন পাপ আপনার আখেরাতকে অবশ্যই ধ্বংস করে দেবে|আপনি গোপনে তাপ করেন তার মানে আপনি আল্লাহকে ভয় করেন না|
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা অনেক আমল করে আল্লাহর নিকট আসবে কিন্তু তাদেরআমল কে মূল্যায়ন করা হবে না কারণ তারা গোপনে পাপ করত এবং তাদের আমল কে ধুলাবালির নেই উড়িয়ে দেয়া হবে|
অন্য আর জায়গায় বলা হয় এটার কারণে যে Sparm বাহির হয় ,, কোন কোন ডাক্তার বলে থাকেন একবারের Sparm এ বিশ লক্ষ শুক্রাণু থাকে । সেই শুক্রাণু গুলো থেকে একটি ডিম্বাণুতে গিয়ে বাচ্চা জন্ম হয় ।
তো এই অপচয়ের কারনে আল্লাহ তা'আলা বলবেন যে,
এই শুক্রাণু গুলোর জীবন দাও !
যখন দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে ।
এটাতো গেলো মৃত্যুর পরের কথা কিন্তু কেউ যদি ছাড়তে না পারে তাহলে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে ।

#এটা_করার_কারণে_ছেলে_মেয়ে_যেসব_সমস্যার মধ্যে পড়ে তা হচ্ছে...
------------------------------------------------


                                     





(১) বিয়ে করতে পারবে না|আর যদি বিবাহ করে তাহলে স্ত্রীর সাথে মিলন করতে অথবা স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না, যার কারণে সংসার হবে ভীষণ অসহায় এবং দুর্বিষহ|

(২) বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না|
Sparm এ শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে ।
যার ফলে সন্তানের বাবা হতে পারবে না।

(৩) Penis অস্বাভাবিক মোটা /চিকন হয়ে যাবে ।
Panis আর ধারাবে না|লিঙ্গ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না মানে উত্তেজনা কমে যাবে|

(৪) Sparm একেবারে পাতলা হয়ে যাবে যার ফলে প্রসাব করতে গেলে আগে/পরে Sparm বের হবে ।

(৫) Penis লুজ হয়ে যাবে যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বের হয়ে আসবে ।

(৬) আর অতিরিক্ত করার কারণে সর্বশেষ যেটা হবে প্রস্রাব করতে গেলে আর প্রস্রাব আসবে না বরং রক্ত আসবে ।

(৭)penis শক্ত হওয়ার রক মরে যাই এবং নিস্তেজ হয়ে যায়|

(৮)penis সহবাস করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবেন,স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না লিঙ্গ শক্ত হবে না|

(৯) অন্ডকোষ ঝুলে যাবে এবং penis পচা কলার মত হয়ে যাবে|অল্প বয়সে panis স্বাভাবিক আকার দেখা দিবে|penis মরে গেছে বলে মনে হবে|

(১০) penis মধ্যে রগ ভেসে উঠবে এবং ভিতরের রগগুলো অস্বাভাবিক হয়ে যাবে, লিঙ্গ বয়স্ক মানুষের মত ঝুলে থাকবে|

(১১)আপনার বংশগতি নষ্ট হয়ে যাবে, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে কারণ আপনি নামে মাত্র পুরুষ থাকবে|আপনি পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবেন|

(১২) প্রসাব এবং বীর্যপাতে বেগ কমে যাবে|penis সব সময় নিস্তেজ এবং অস্বাভাবিক ছোট হয়ে থাকবে|

(১৩)আল্লাহতালা মানুষকে একটা নির্দিষ্ট যৌবন শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে,সুতরাং কেউ যদি অপব্যবহার করে তাহলে সেটা অবশ্যই হারিয়ে যাবে|

(১৪)অনেক ছেলে প্রশ্ন করে যে ভাইয়া আমাকে পিতা-মাতা বিবাহ করতে বাধা দেয়,আপনার পিতা-মাতা যদি জানত যে আপনি কোন দিন পিতা হতে পারবেন না|পিতামাতা এই ভয়ঙ্কর রোগ সম্পর্কে জানে না|সুতরাং পিতা-মাতাকে দোষ দিয়ে নিজেকে ধ্বংস করবেন|

(১৫)সুতরাং আপনার ক্যারিয়ার আপনার দাম্পত্য জীবনে অসুখী হলে তারা সেখানে কোনো ভূমিকা পালন করতে পারবেন না|এবং আপনার কোন উপকারও করতে পারবেন|

(১৬)কথাটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন নিজে বাস্তবতা উপলব্ধি করবেন, যখন দেখবেন আপনার বংশের কোন ছেলে মেয়ে আসছে না, তখন প্রকৃত বাস্তবতা উপলব্ধি করতে পারবে|বাস্তব হচ্ছে তখন অনেক সময় চলে গেছে|

( ১৭) বিবাহ দেরি করার কারণে আজ যুব সমাজ ধ্বংসের পথে, সাবধান হে যুবক সাবধান হও|

(১৮) নিজের সমস্যা নিজেই সমাধান করো, সময় চলে গেলে কাউকে পাশে পাবে না, এবং অন্ধকার আসলে নিজের ছায়াও চলে যায় নিজেকে রেখে|

(১৯)আমার কাজ হলো সত্য বাণী প্রচার করা| আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি|

#মেয়েরা_যেই_সমস্যার_সম্মুখীন_হবে
----------------------------------------------------------
(১) বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে বিয়ের আগে কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করছে হয়তো ।

(২) কেননা এর দ্বারা virgin নষ্ট হয়ে যায় ।

(৩) Period অস্বাভাবিক হয়ে যাবে ।

(৪) বন্ধ্যা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ।

(৫) Glans লুজ হয়ে যাবে যার ফলে স্বামীকে তৃপ্তি দিতে পারবে না ।

(৬) আর ছেলে/মেয়ের উভয়ের যেই সমস্যা গুলো হবে তা হলো :মাথ্যা এবং কমরে ব্যাথা করবে ।

(৭) অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে ।

(৮) চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ।

(৯) রক্ত উৎপাদনের যেই মেসিন রয়েছে তা দূর্বল হয়ে যাবে । ফলে রক্ত উৎপাদন কমে যাবে ।
কিডনি দূর্বল হয়ে যাবে । প্রস্রাবে সমস্যা হবে
মোটকথা শরীরের প্রত্যেকটা অঙ্গ দূর্বল হয়ে পড়বে ।

(১০) Absence of sex pawer (যৌন দূর্বলতা ) এই রোগে ভুগতে হবে ।

#এই_গোনাহ্_থেকে_বাঁচার_উপায়
---------------------------------------------------------
#দ্রুত সময়ের মধ্যে বিবাহ করে ফেলতে হবে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান#

(১) কোনো পর্ণোগ্রাফি/ ব্লুফিল্ম দেখা যাবেনা । এটা দেখা হারাম ।

(২) কোনো খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া ।

(৩) নিজেকে সবসময় কাজকর্মে ব্যস্ত রাখা ।

(৪) বাথরুম/টয়লেটে প্রবেশ করার সময়, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য দুয়া পাঠ করা । অর্থাৎ টয়লেটে প্রবেশ করার সময় যে দোয়া পাঠ করতে হয় সেটা ।

(৫) সবসময় অজু অবস্থায় থাকা ।

(৬) কোন খারাপ চিন্তা মাথায় আসলে সাথে সাথে ইসতেগফার পড়া ।

(৭) যখন বেশি উত্তেজনা সৃষ্টি হয় তখন আল্লাহর কাছে প্রার্থনা করা ও দুই রাকাত নফল নামাজ পড়া এবং নির্জনতা পরিহার করা । অর্থাৎ মানুষের সমাগমে থাকলে এ কাজ করার সাহস পাবেনা । এবং রোজা রাখতে পারে এটা উত্তম|

(৮) আর যারা অসুস্থ হয়ে পড়বে তাদের ডাক্তার এর সুপরামর্শ নেওয়া । তবে মনে রাখবেন এই রোগের এককভাবে কোনো চিকিৎসা নেই কোন ডাক্তার এটা ভালো করতে পারবে না যদি আল্লাহতালা অলৌকিক ভাবে ভালো না করে|আমি বিষয়টা দেখেছি আপনি নিজেও দেখতে পারেন|

(৯)টাখনুর নিচে কাপড় পরা হারাম ছেলেদের জন্য আর মেয়েদের জন্য টাখনুর উপর কাপড় পরা হারাম|রাসুল [সাঃ] বলছেন যারা এটা করবে তারা জাহান্নামে যাবে সার্টিফিকেট দেওয়া, আর বৈজ্ঞানিকভাবে যদি ছেলেরা টাখনুর নিচে এবং মেয়েরা টাখনুর উপরে কাপড় পড়ে তাদের সেক্স হরমোন কমে যাবে দাম্পত্য জীবন সুখ আসবে না, এবং বিভিন্ন রোগবালাই দেখা দিবে, এবং তারা ভবিষ্যতে পিতা-মাতা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে |এই কথাটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত|

#যেভাবে হস্তমৈথুনের জড়িত হয়ে পড়ে একজন ছেলে অথবা মেয়ে|প্রথমে কোন বন্ধু দ্বারা অধিকাংশ সময় অথবা পর্ন ছবির মাধ্যমে|নতুন নতুন যখন শেখে তখন দিনে ৫ থেকে ৮ বার হস্তমৈথুন করে থাকে|এরকম করে প্রায় ৩ থেকে ৪ বছর, করে এমনিতেই পেনিস নষ্ট হয়ে যাই|
অনেক ছেলে এবং মেয়েকে দেখতে পাওয়া যায় যারা তথাকথিত ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তিত থাকে,এই কারণে বিবাহ করে না তাহলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে,কিন্তু বিবাহ না করার কারণে যে আপনার সারা জীবন নষ্ট হয়ে গেল সেটা তো আপনি চিন্তা করলেন না, চিন্তা করুন ভাইয়া এবং আপু আপনার দুনিয়া হারাবেন এবং আখেরাতে হারাবে, ফিরে আসুন সঠিক পথে|

ছোট্ট আরেকটা প্রমাণ দিব আমাদের দেশে বিভিন্ন এনজিও যারা জন্মনিয়ন্ত্রণের জন্য অনেক কিছু করে থাকে অনেক টাকা ব্যয় করে থাকে,যাতে মুসলিমদের সংখ্যা না বাড়ে শুধু এই কারণে, এবং তারা চিন্তা করল যে যদি কোন মুসলিম সন্তানের জন্ম দিতে না পারে তাহলে তো আরো ভালো হয়|

এবং তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমান জাতি অধিক সংখ্যায় অংশগ্রহণ না করতে পারে,এবং অনেকভাবে মুসলমান জাতিকে ধ্বংস এবং নির্মূল করা হচ্ছে|তার মধ্যে একটি হলো হস্তমৈথুনের মাধ্যমে পুরুষ জাতিকে পঙ্গু করা এবং মহিলাদের বন্ধ্যা করা|
___________________________________

#মুসলমান জাতিকে ধ্বংস করার চক্রান্ত হস্তমৈথুনের দ্বারা অনেকেই পর্ণ ছবি দেখেন তারা সহবাস করার পর শেষ মুহূর্তে দেখবেন হস্তমৈথুন করে যা তাদের কিন্তু এটা করার প্রয়োজন ছিল না| আমাদের দেখায় এবং মেয়েদের হস্তমৈথুন করা মেয়েদের শেখায়|কারণ তারা এটা করে যাতে আমরা এটা শিখে নিজেদের জীবন ধ্বংস করে ফেলি|

পশ্চিমা অনেক ডাক্তার বলে থাকে যে হস্তমৈথুন করলে তেমন কোনো সমস্যা নেই, কারণ তাদের মধ্যে অবাধ যৌনাচার আছে, হঠাৎ২-৩ দিন হস্তমৈথুন করব পরে অন্য ছেলে বা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে|এই কারণে হস্তমৈথুন তাদের জীবনে কোন প্রভাব পড়ে না|কিন্তু আমাদের দেশ বা ইসলামে অবাধ যৌনাচার নেই এবং এটা হারাম করা হয়েছে|তাই আমরা হস্তমৈথুন করে ধ্বংস হয়ে যাচ্ছে|

বিঃদ্রঃ-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পায় তখন এমন রোগের আবির্ভাব ঘটেছে পূর্বপুরুষদের ছিল না|
[বোখারী]
একটু গভীরভাবে চিন্তা দেখবেন আমাদের মত এর আগে আমাদের পূর্বপুরুষের কেউ এভাবে হস্তমৈথুন করতেন না|যেহেতু আমরা জেনে না জেনে ভুল কাজ করে ফেলেছি এখন আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা চাও|

একটা জিনিস মনে রাখবেন আল্লাহর কাছে চাওয়ার মত চাইলে সবই পাওয়া যায়|আর আল্লাহ ছাড়া এখন থেকে কেউ উদ্ধার করতে পারবে না|এখন আমাদের উচিত সব সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ যেন আমাদের যৌবন শক্তি ফিরিয়ে দেন|

সব সময় এস্তেগফার করতে থাকুন এবং আল্লাহর কাছে নিজের এবং সকল মুসলিম ভাই-বোনদের জন্য ক্ষমা চাই, তাহাজ্জুতের নামাজ পড়ে নিজের দোষ গুলো আল্লাহর কাছে তুলে ধরো,ইনশাল্লাহ আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে দিবেন এবং সুস্থ করে দিবেন|

মুসলিম ভাই ও বোনদের মারাত্মক ক্ষতি থেকে বাঁচার জন্য এই লেখনী । আল্লাহর কাছে দোয়া করি সবাই যাতে এই ভয়ানক গোনাহ্ থেকে বেঁচে থাকতে পারে । আর যারা যুক্তি উপস্থাপন করে হস্তমৈথুনকে বৈধতা দিতে চায় বা বৈধ করতে চায়, তাদের থেকে ১০০ হাত দূরত্ব বজায় রাখবেন । কারন এরা নিজেরাও ক্ষতির মধ্যে নিমজ্জিত এবং আপনাকেও ক্ষতির সম্মুখীন করতে চায় । এরা নিজেরাও গোমরাহ/বিপদগ্রস্ত, আপনাকেও তাই করে ছাড়বে । কারন এরা নিজেরাই হস্তমৈথুন করে বিধায় সমাজে লোকদের বলে বেড়ায় এটা বৈধ ! আস্তাগফিরুল্লাহ ।
তাই এ সমস্ত লোকদের সাথে চলাফিরা বা উঠাবসা করা যাবেনা ।
আল্লাহ তা'আলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং এই গোনাহ্ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ।
আমীন !
অতীতে যা হবার হয়ে গেছে, এখন তোর চিন্তা করে লাভ নেই, কিভাবে মুক্তি পাওয়া যায় আসুন কুরআন হাদিসের আলোকে জানি,

আসলেই সত্যি কথা হলো যে একক ভাবে রোগের কোন নির্দিষ্ট দোয়া নেই|আল্লাহতালা যে সকল জিনিস কে সকল রোগের শেফা হয়েছে কুরআন ও হাদিসের আল্লাহকে খুশি করে অলৌকিক ভাবে এখান থেকে আরোগ্য নিতে হবে|

পবিত্র কুরআনে সূরা ফাতিহা ও এবং মধুকে সকল প্রকার রোগ মুক্তির শেফা বলা হয়েছে|আর হাদিসে কালিজিরা কে সকল রোগের ওষুধ বলা হয়েছে|
আল্লাহতালা বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 17:82

وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَ لَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا ﴿۸۲﴾
And We send down of the Qur'an that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss

আমি কুরআন হতে (ক্রমশঃ) অবতীর্ণ করি যা মু’মিনদের জন্য আরোগ্য ও রহমাত, কিন্তু তা যালিমদের ক্ষতিই বৃদ্ধি করে।
কে সকল রোগ মুক্তির ঔষধ বলা হয়েছে|

এখন আমাদের কর্তব্য হচ্ছে যে যেগুলা পড়া যায় সেগুলোর উপর আমল করা এবং যেগুলা সেবন করা যায় সেগুলো সেবন করে আল্লাহর কাছে ক্ষমা চাও|

আপনি কেন বুঝছেন না যে আল্লাহ তায়ালার কাছে আসলে সবকিছু ফিরে পাওয়া যাবে|চলুন সবাই দোয়া করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন|

হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ সবাই আমরা মন থেকে বলি ইনশাল্লাহ আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের রোগ ও অপরাধ ক্ষমা করে দিন এবং সবাইকে সুস্থতা দান করেন|আল্লাহ তা'আলা সকল মুসলিম ভাই ও বোনদের অলৌকিক ভাবে আরোগ্য দান করুক|

আমীন সুম্মা আমীন

সকল ভাই ও বোনদের কাছে অনুরোধ অন্য ভাই-বোনদের উপকার করার জন্য পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন| ইনশাল্লাহ যাতে আপনার মাধ্যমে একজন হলেও সতর্ক হতে পারে এবং তার জীবনকে পরিবর্তন করতে পারে|
Plz plz plz শেয়ার এবং কপিও করতে পারেন সবকিছুরই অনুমতি দেওয়া আছে|
[ইনশাল্লাহ]

### Question?????????###
### কুরআন ও হাদিস এবং বিজ্ঞান ও বাস্তবতার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব|####

কোন প্রকার ইসলামিক প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ যে কোন প্রশ্ন ইসলামের যে কোন বিষয় নিয়ে সমালোচনা করতে পারেন, চাইলে নির্দ্বিধায় inbox প্রশ্ন করতে পারেন|ইনবক্সে অবশ্যই প্রশ্নটা করে ফেলবেন অথবা অডিও ক্লিপ পাঠাবেন তাহলে আপনাকে উত্তর দেয়া সুবিধা হবে ইনশাল্লাহ|আর অবশ্যই আপনার সকল বিষয় গোপন থাকবে| ইনশাল্লাহ সাধ্যমত সঠিক এবং গ্রহণযোগ্য উত্তর দেয়ার চেষ্টা করব|

পরবর্তী আপডেট পাওয়ার জন্য ফেন্ড রিকুয়েস্ট দিয়ে পাশে থাকে|ইনশাল্লাহ অবশ্যই উপকার করার সর্বোচ্চ চেষ্টা করব|
[ Md Mahadi Naik ]

[Connected]

Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।