ব্যুরোফ্যাক্স কী? মেসি যে কারণে বার্সা থেকে দূরে

 

ব্যুরোফ্যাক্স কী? মেসি যে কারণে বার্সাকে ব্যুরোফ্যাক্স করলেন



নাড়ির বন্ধন ছিন্ন করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি। এই খবর চাউর হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথা ঘুরপাক খাচ্ছে যে, মেসি বার্সেলোনা ছাড়ার কথা ফ্যাক্স করে ক্লাবকে জানিয়েছেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কথাটা পুরোপুরি সত্য নয়। আসলে শব্দটি ফ্যাক্স নয়, হবে ব্যুরোফ্যাক্স। ব্যুরোফ্যাক্সের মাধ্যমেই বার্সাকে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি। এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে ব্যুরোফ্যাক্স কী? ফ্যাক্সের সাথে এর পার্থক্যই বা কী?

ব্যুরোফ্যাক্স হচ্ছে, অর্ধেক ফ্যাক্স আর অর্ধেক পোস্ট অফিসের সমন্বয়। বিষয়টিকে বিস্তারিত বললে, এটি স্পেনের পোস্টাল সার্ভিসের একটি সেবা। এই সেবার মাধ্যমে ইন্টারনেটে জরুরি প্রত্যয়িতপত্র পাঠানো যায়। এটি খুবই নিরাপদ কারণ এখানে বার্তা সরবরাহের সময় তৃতীয় পক্ষের স্বাক্ষর লাগে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, আমাদের অনেক সময় প্রয়োজনীয় কাগজ বা বার্তা পাঠাতে হয় যার প্রমাণ রাখাটাও জরুরি। বার্তাটি যার কাছে পাঠানো হয়েছে সে বার্তাটি পেয়েছে কিনা সেটির প্রমাণও মেলে ব্যুরোফ্যাক্স সেবায়। যিনি বার্তা পাঠিয়েছেন, পরে যেনো সে আইনিভাবে প্রমাণ করতে পারেন যে, বার্তাটি পাঠিয়েছিলেন এবং যার কাছে পাঠানোর কথা সেটি সে নির্দিষ্ট তারিখে হাতে পেয়েছেন—এটাই হলো ব্যুরোফ্যাক্সের সুবিধা। সেক্ষেত্রে যেকোন আইনি প্রয়োজনে প্রেরক আদালতে বার্তা পাঠানোর রশিদ প্রমাণ হিসেবে পেশ করতে পারেন।

ব্যুরোফ্যাক্স করার জন্য স্প্যানিশ পোস্টাল সার্ভিসকে আগে থেকেই বার্তাটা ফ্যাক্স করতে হয়। তারা তখন ওই বার্তার প্রত্যয়িত কপি হাতে হাতে প্রাপকের কাছে ডেলিভারি করে থাকে। এরপর বার্তাটি প্রাপকের হাতে যে পৌঁছেছে তার রশিদ পাঠিয়ে দেয় প্রেরকের কাছে। এর মাধ্যমে আদালতে প্রমাণ হিসেবে বার্তা পাঠানোর রশিদ পেশ করতে পারেন প্রেরক।

এখন সবার মনে প্রশ্ন হলো, মেসি কেনো ব্যুরোফ্যাক্স করে ক্লাব ছেড়ে যাবার ইচ্ছার কথা জানালেন বার্সাকে?

বার্সায় মেসির চুক্তিপত্রে একটি শর্ত হলো, মৌসুম শেষে তিনি নিজের ইচ্ছায় ক্লাব ছাড়তে পারবেন। গত মৌসুম শেষে মেসির বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানানোর শেষ সময় ছিল ৩১ মে। যদিও এই তারিখ নিয়ে মতপার্থক্য দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে।

এক্ষেত্রে, মেসির আইনজীবীর যুক্তি হচ্ছে, করোনাভাইরাসের কারণে এ মৌসুমে মে মাসে লিগ ও চ্যাম্পিয়নস লিগ শেষ হয়নি। অস্বাভাবিক এই মৌসুমে আগের নিয়ম খাটে না। যে মাসে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, সেটাকেই চলমান মৌসুমের শেষ মাস ধরতে হবে। আর যেহেতু বার্সা আগস্টেও এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলেছে, মেসির চুক্তির শর্তের মেয়াদ আগস্টের শেষ অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর যেহেতু এর আগেই আইনিপত্রের মাধ্যমে নিজের ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন মেসি, সেহেতু বাধাহীনভাবে তিনি ক্লাব ছাড়তে পারবেন।

সমীকরণ মেলাতে কষ্ট হয়নি বিশ্লেষকদের। মেসি যে চুক্তির শর্ত মেনেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন বার্সাকে সেটা আদালতে প্রমাণ করার সুবিধার্থেই ব্যুরোফ্যাক্সের দ্বারস্থ হওয়া।

Comments

Popular posts from this blog

All About Our Bangla Flavor - banglaflavour.blogspot.com < Official Website

How to gain free followers, likes, comment, views and subscriber any social media platform 2024

যারা সমুদ্র ভালোবাসেন বা সমুদ্রে ট্যুরে যান তাদের জন্য আমার পোস্ট টা পড়া ওয়াজিব।কারণ সমুদ্রের মধ্যে কিছু ভৌতিক বিষয় আছে যা সম্পর্কে না জানলে আপনি স্টক করে মারা যেতে পারেন।