পুরান ঢাকার গেন্ডারিয়ায় মৃত্যুর পর করোনা শনাক্ত

- আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
- ৩৭৩২ বার

প্রতীকী ছবি।
পুরান ঢাকার গেন্ডারিয়ায় মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে। পুরান ঢাকার গেন্ডারিয়ায়, ধুপখোলা নামাপাড়া মসজিদ সংলগ্ন একটি সাত তলা ভবনের ৫ম তলার বাসিন্দা মুফতি ড. আব্দুল্লাহ বিক্রমপুরীর মৃত্যু এবং দাফনের পরে করোনা শনাক্ত হয় বলে জানা যায়। তার বয়স ষাট-এর উর্দ্ধে ছিল বলে তার জনৈক প্রতিবেশী জানান।

তিনি তাতীবাজার জামে মসজিদের খতিব এবং ট্রাস্ট ব্যাংকের শরীয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। প্রতিবেশী সুত্রে জানা যায় যে, তিনি পেটে ব্যাথা, গ্যাস্ট্রিক ও অন্যান্য সমস্যা নিয়ে প্রথমে স্থানীয় আজগর আলী হাসপাতালে চিকিৎসা নেন, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির পর তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এ ব্যাপারে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মৃত মুফতি আব্দুল্লাহ বিক্রমপুরীর মৃত্যুর পর ঐ বাড়ীসহ আশেপাশের ২টি বাড়ী এবং মসজিদকে লকডাউন-এর আওতায় আনা হয়েছে।
Comments